রৌমারী ও রাজিবপুর দুই উপজেলায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর রাজিবপুর এরিয়ার আওতাধীন রৌমারি ব্রাঞ্চ ও রাজিবপুর ব্রাঞ্চ কর্তৃক বাস্তবায়িত BD Rural WASH for HCD Project এ রৌমারি ব্রাঞ্চ ও রাজিবপুর ব্রাঞ্চ প্রথম স্থান অধিকার করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন PKSF কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই উপজেলা চেয়ারম্যান মহোদয় । রৌমারী উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব মো: ইমান আলি ও রাজিবপুর উপজেলার উপজেলা চেয়ারম্যান মহোদয়ের জনাব মোঃ আকবর হোসেন হিরো মহোদয়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন RDRS Bangladesh এর Focal person জনাব গৌতম কুমার হালদার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ওনাদের হাত থেকে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর রাজিবপুর এরিয়ার সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার জনাব মোহাম্মদ হারুন উর রশিদ, রৌমারি ব্রাঞ্চ ম্যানেজার জনাব মোঃ শাহিন আলম ও রাজিবপুর ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার জনাব মোঃ কাজিউল আজম কে প্রথম পুরস্কার প্রদান করেন। সেই সাথে দুই উপজেলা চেয়ারম্যান মহোদয় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর সর্বজ্ঞিন উন্নতি ও মঙ্গল কামনা করেন ।
Home » Blogger
» রাজিবপুর এরিয়ার আওতাধীন রৌমারি ব্রাঞ্চ ও রাজিবপুর ব্রাঞ্চ কর্তৃক বাস্তবায়িত BD Rural WASH for HCD Project এ রৌমারি ব্রাঞ্চ ও রাজিবপুর ব্রাঞ্চ প্রথম স্থান অধিকার করেন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 Response to "রাজিবপুর এরিয়ার আওতাধীন রৌমারি ব্রাঞ্চ ও রাজিবপুর ব্রাঞ্চ কর্তৃক বাস্তবায়িত BD Rural WASH for HCD Project এ রৌমারি ব্রাঞ্চ ও রাজিবপুর ব্রাঞ্চ প্রথম স্থান অধিকার করেন"
একটি মন্তব্য পোস্ট করুন